বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে গাঁজাসহ দুজন আটক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি 

ধুনটে গাঁজাসহ দুজন আটক 

বগুড়ার ধুনটে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১ মণ গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে সিএনজিচালিত বেবীটেক্সীসহ তাদের আটক করে। 

আটকরা হলেন, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাকশাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে চালক আব্দুল মোমিন (২৪) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)। অপরদিকে ওই একই গ্রামের মৃত আজাহারের ছেলে রফিকুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে যায়।

ধুনট থানা মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-ক সার্কেলের একটি চৌকস দল ধুনট অঞ্চলে অভিযান পরিচালনা করে। রাতে উপজেলার বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে একটি নম্বর প্লেট বিহীন সিএনজি চালিত বেবীটেক্সীর গতিরোধ করে। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম পালিয়ে যায়। অভিযানিক দল চালক আব্দুল মোমিন ও বিদ্যুৎ হোসেনকে আটক করে। পরে বেবীটেক্সী তল্লাশি করে ১৩ কেজি ওজনের ৩টি গাঁজার প্যাকেট জব্দ করে, যার ওজন ৩৯ কেজি। 

পরে ধুনট থানায় ৩৯ কেজি গাঁজা, পরিবহনের জন্য ব্যবহূত চাবিসহ বেবীটেক্সী ও সিমকার্ডসহ ২ টি মোবাইল জব্দ তালিকায় উল্লেখ করে রাতেই ধুনট থানায় একটি মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ক সার্কেলের পরিদর্শক। 

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আসামিদের সোমবার (৩১ জুলাই) ধুনট থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ